প্রকাশিত: 11/10/2020
ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায়। এই দাবালনে এখন পর্যন্ত দুই জন মারা গেছেন। পুড়ে গেছে দেশটির শত শত হেক্টর জমি।
শনিবার সকালে সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, দাবানাল আক্রান্ত এলাকায় আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনীর কর্মীরা।
সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সিরিয়ার উপকূলীয় লাটাকিয়া এবং টারটাস ও হমস প্রদেশে শত শত একর জমি পুড়ে গেছে।
সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে দাবানলের আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ায় ৭০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে শুক্রবার সিরিয়ার কৃষিমন্ত্রী মোহাম্মদ হাসান কাতানা বলেছেন, লাটাকিয়াতে ৪৫ টি স্থানে দাবানলের আগুন জ্বলছে এবং টারটাসে ৩৩টি স্থানে। এই প্রথম দাবানলের আগুনের এত বড়ো সংখ্যা সিরিয়া প্রত্যক্ষ করছে।