শক্তিশালী টাইফুন 'মেসাক' আঘাত হেনেছে দক্ষিণ কোরিয়ায়

প্রকাশিত: 03/09/2020

নিজস্ব প্রতিবেদন:

শক্তিশালী টাইফুন 'মেসাক' আঘাত হেনেছে দক্ষিণ কোরিয়ায়

দক্ষিণ কোরিয়ার উপকূলীয় বুসান শহরে ঘন্টায় ১৪০ কিলোমিটার গতিতে শক্তিশালী টাইফুন মেসাক আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে টাইফুনের আগাতে দেশটির উপকূলীয় বুসান শহরটি লন্ডভন্ড হয়ে যায় এবং বিধ্বস্ত হয়ে যায় অনেক ঘরবাড়ি।

টাইফুনের আঘাতে বুসান শহরের কয়েক হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়ে। শক্তিশালী টাইফুন 'মেসাক' দক্ষিণ কোরিয়ার আঘাত হানার পর পরবর্তীতে এটি উত্তর কোরিয়ার দিকে ধাবিত হচ্ছে।

এর আগে জাপানের পশ্চিম উপকূলে ১৬২ কিলোমিটার গতিতে আঘাত হানে। টাইফুনের কবলে পড়ে ৪৫ জন নাবিকসহ জাহাজটি নিখোঁজ হয়ে যায়।

১১ হাজার ৯৪৭ টনের গাল্ফ লাইভস্টক ওই জাহাজটি পূর্ব চীন সাগরের দিকে দুর্ঘটনার কবলে পড়ে। নিখোঁজ জাহাজটির সন্ধানে উদ্ধারকারী বিমান ও জাহাজ নিয়ে গভীর সাগরে তল্লাশী চালাচ্ছে কর্তৃপক্ষ। নিখোঁজ নাবিকদের মধ্যে ৩৯ জন ফিলিপিন্সের, ১ জন অস্ট্রেলিয়ার এবং ১ জন নিউজিল্যান্ডের অধিবাসী বলে জানা যায়।

আরও পড়ুন

×