বৃষ্টিতে আমন চাষিদের স্বস্তি

প্রকাশিত: 01/09/2020

নিজস্ব প্রতিবেদন :

বৃষ্টিতে আমন চাষিদের স্বস্তি

মঙ্গলবার ভোর থেকে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি হওয়ায় আমন চাষিদের জন্য আশির্বাদ বয়ে এনেছে। আবার একটানা বৃষ্টি হলে নিচু এলাকায় আমনের চারা তলিয়ে যাওয়ার আশংকা রয়েছে। তবে আবহাওয়া দপ্তর থেকে জানা যায়, ৫ সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

দেশের উত্তরবঙ্গসহ বেশ কিছু অঞ্চলের কৃষকদের সহিত কথা বলে জানা যায়, এসময়ে বৃষ্টি হওয়ায় আমন চাষে খুব উপকার হবে। বৃষ্টি না হলে সেচ দিয়ে আমন চাষ করতে হতো। বৃষ্টি হওয়ায় সেচের বাড়তি খরচ থেকে তারা রক্ষা পেয়েছেন। তবে একটানা বৃষ্টি হলে বা আবার বন্যা হলে তাদের ধান নষ্ট হওয়ার আশংকা রয়েছে।

এদিকে আবহাওয়া অফিস থেকে জানা যায়, মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত ১৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবার পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। অপরপক্ষে, ৫ সেপ্টেম্বরের পর আরো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

আরও পড়ুন

×