ভাসানচরে জাতিসংঘ প্রতিনিধিদল

প্রকাশিত: 18/03/2021

নিজস্ব প্রতিবেদন :

ভাসানচরে জাতিসংঘ প্রতিনিধিদল

রোহিঙ্গাদের নোয়াখালীর ভাসানচরে থানান্তরিত অবস্থা সরেজমিনে দেখতে সেখানে গেল জাতিসংঘের একটি প্রতিনিধিদল।

জাতিসংঘের ১৮ সদস্যের প্রতিনিধিদলটি আজ বুধবার সকালে চট্টগ্রাম থেকে রওনা দিয়ে দুপুর নাগাদ ভাসানচরে পৌঁছায়। বাংলাদেশে রোহিঙ্গাদের মানবিক সহায়তার কাজে যুক্ত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এই দলে রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। জাতিসংঘের কোনো প্রতিনিধিদল এই প্রথম দ্বীপটি সফর করছে।

জাতিসংঘের প্রতিনিধিদলটি ভাসানচরে ৩ দিন অবস্থান করবে। এ সময় তারা ভাসানচরে রোহিঙ্গাদের জন্য যেসব ব্যবস্থা করা হয়েছে, তা ঘুরে ঘুরে দেখবে। তারা রোহিঙ্গাদের প্রয়োজনের বিষয়ে খোঁজখবর নেবে। 

উল্লেখ্য, কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে চাপ কমাতে বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে ভাসানচরে ১ লাখ রোহিঙ্গা স্থানান্তরের ব্যবস্থা করেছে। ইতিমধ্যে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প ১৩ হাজার ৭৬০ জন রোহিঙ্গাকে ভাসানচরে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×