সাউন্ডবাংলা-পল্টনড্ডায় বক্তারা  সংখ্যালঘু নির্যাতনরোধে সাহসী লেখনি চাই

প্রকাশিত: 20/03/2021

নিজস্ব প্রতিবেদন :

সাউন্ডবাংলা-পল্টনড্ডায় বক্তারা  সংখ্যালঘু নির্যাতনরোধে সাহসী লেখনি চাই

জাতীয় সাংস্কৃতিকধারার সাউন্ডবাংলা-পল্টনড্ডা-৮৮ তে বক্তারা বলেছেন, সংখ্যালঘু নির্যাতনরোধে সাহসী লেখনি চাই। শিক্ষক-কথাশিল্পী শান্তা ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে কবি আলতাফ হোসেন রায়হান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী সংবাদযোদ্ধা আয়াতুল্লাহ আখতার, সেভ দ্য রোড সদস্য কায়েস সজীব, সুলতানা রাত্রী, কবি বিমল সাহা, সংবাদযোদ্ধা কাইয়ুম হাসান, রুবেল খান প্রমুখ কবিতা-কথা ও গান পরিববেশন করেন। ১৯ মার্চ বিকেল ৫ টায় সাউন্ডবাংলা কার্যালয়ে কবি-সংগঠক কায়েস সজীব-এর জন্মদিন উপলক্ষ্যে এসবি বাজার-এর পক্ষ থেকে উপহার তুলে দেন নতুনধারার রাজনীতিক মোমিন মেহেদী সহ অন্যান্য অতিথিবৃন্দ। কেক কেটে শুভেচ্ছা জানানোর পর কায়েস সজীব জীবনের বিভিন্ন অনুভূতি তুলে ধরে বক্তব্য রাখেন।

 

আরও পড়ুন

×