প্রেস ইউনিটি কুষ্টিয়া অনুমোদন সভাপতি পপি সম্পাদক সাগর

প্রকাশিত: 14/06/2021

ডে নাইট নিউজ

প্রেস ইউনিটি কুষ্টিয়া অনুমোদন সভাপতি পপি সম্পাদক সাগর

সংবাদযোদ্ধা শরিফুল হক পপিকে সভাপতি ও আরফিন সাগরকে সাধারণ সম্পাদক করে অনলাইন প্রেস ইউনিটি কুষ্টিয়া সদর উপজেলা শাখা অনুমোদন দিয়েছেন প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি অধ্যাপক শুভঙ্কর দেবনাথ ও মহাসচিব চন্দন চন্দ্র দাস। ১৪ জুন ২০২১  অনুমোদিত এই কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন-সহ-সভাপতি সলেমান খান, সহ-সাধারণ সম্পাদক আকিব আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, সহ-সাংগঠনিক সম্পাদক আবীর হাসান স্বাধীন, প্রচার সম্পাদক নূর ইসলাম তানভীর, সহ-প্রচার সম্পাদক মিলন মাহমুদ, দপ্তর সম্পাদক নূর আলম শেখ, সহ-দপ্তর সম্পাদক সুমন শেখ, সদস্য তাজু শেখ, ইমন হুসাইন, শাকিব আবীর, শামীম হোসেন ও রেজা আহম্মেদ জয়।


উল্লেখ্য, সারাদেশে অনলাইন সংবাদযোদ্ধা ও সংবাদমাধ্যমের অধিকার রক্ষায় আগ্রহীদেরকে সদস্য হওয়ার আহবান জানিয়ে বলা হয়েছে- নাম-ঠিকানা-কর্মস্থলের নাম লিখে ০১৭৯৫৫৬৮১৩৭ নম্বরে এসএমএস করলে ফিরতি কলে সদস্য নিশ্চিত করা হবে। 

আরও পড়ুন

×