ধর্মীয় রাজনীতি এবং মসজিদে হামলা বন্ধ চাই -মোমিন মেহেদী

প্রকাশিত: 27/03/2021

ডে-নাইট নিউজ

ধর্মীয় রাজনীতি এবং মসজিদে হামলা বন্ধ চাই -মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, ধর্মীয় রাজনীতি এবং মসজিদে হামলা বন্ধ চাই। আমাদের রাজনীতি ধর্মব্যবসায়ীরা যেভাবে ধ্বংস করেছে, সেভাবে ধ্বংস করেছে স্বাধীনতার চেতনা ব্যবসায়ীরা। এদেরকে থামানো নতুন প্রজন্মের রাজনীতিকদেরকে এগিয়ে আসতে হবে। স্বাধীনতার ৫০ বছরে দুর্নীতির জিঞ্জির ভাঙবোই’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। ২৬ মার্চ বিকেল ৪ টায় তোপখানা রোডস্থ নতুনধারা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, আব্দুল্লাহ আল মাহমুদ বাদশা, গোলাম রহমান রিপন, রাকিব হাসান শাওন প্রমুখ বক্তব্য রাখেন।


এসময় বক্তারা জাতীয় মসজিদকে মিছিল-মিটিং-এর কেন্দ্রস্থল করা এবং সেই মিছিলকারিদের উপর মসজিদে প্রবেশ করে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, স্বাধীনতার ৫০ বছরেও যে দেশে সন্ত্রাস-অপরাধ-দুর্নীতি-দারিদ্র- বেকারত্ব সমস্যার সমাধান হয়নি, সেদেশে তথাকথিত উন্নয়ন জাতিকে ক্রমশ স্বাধীনতাহীন করে দিচ্ছে। উত্তরণে নতুন প্রজন্মের রাজনীতিকদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।
 

 

আরও পড়ুন

×