ইফতার সামগ্রী প্রদানে নতুনধারার মাসব্যাপী কর্মসূচী 

প্রকাশিত: 16/04/2021

মোমিন মেহেদী :

ইফতার সামগ্রী প্রদানে নতুনধারার মাসব্যাপী কর্মসূচী 

ইফতারসামগ্রী প্রদানে নতুনধারা বাংলাদেশ এনডিবির মাসব্যাপী কর্মসূচী চলছে। দ্বিতীয় দিনে নতুনধারাবাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা,ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য বিধি মেনে ভাসমান-নিন্মবিত্তদের মাঝে ইফতারসামগ্রী প্রদান করা হয়।

১৫ এপ্রিল লকডাউনের কারণে নিরন্ন মানুষদের সংখ্যা বাড়ায় উদ্বেগ প্রকাশকরে মোমিন মেহেদী বলেছেন, নির্মম মহামারিতে জনগনের ভোগান্তি তৈরির লকডাউনে কেবলসরকারি চাকুরীজীবী-বড় বড় ব্যবসায়ী শিল্পপতি-বাড়িওয়ালা ব্যতিত নিন্মবিত্ত-নিন্ম মধ্যবিত্তদেরঅধিকাংশই অর্থনৈতিক কষ্টের মধ্যে পড়েছে। উত্তরণে পরিকল্পিত পদক্ষেপই কেবল সরকারকে বাঁচাতে পারে।তা না হলে অপরিকল্পিত সিদ্ধান্তর কারণে জনরোষে পড়তে হবে।

আরও পড়ুন

×