কমলনগরে ঘূর্ণিঝড়”বুলবুল”মোকাবেলায় জরুরী সভা

কমলনগরে ঘূর্ণিঝড়”বুলবুল”মোকাবেলায় জরুরী সভা

কমলনগরে ঘূর্ণিঝড়”বুলবুল”মোকাবেলায় জরুরী সভা

লক্ষ্মীপুরের কমলনগরে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় “বুলবুল” এর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(০৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ্ উদ্দিন আহমেদ বাপ্পীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমতিয়াজ হোসেন, 

 ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর,থানা তদন্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান, প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আখতারুজ্জামান, শিক্ষা কর্মকর্তা এফএম ওয়াজেদ তালুকদার, মৎস্য কর্মকর্তা মো. আবদুল কুদ্দুস, সমবায় কর্মকর্তা মোহাম্মদ হানিফ, ফায়ার সার্ভিস কর্মকর্তা নুর আলম, জনস্বাস্থ্য কর্মকর্তা পানেদা আক্তার, সিপিপি সভাপতি মামসুদ্দোহা খোকনসহ প্রমুখ।

আবহাওয়া বিভাগের সব শেষ তথ্য অনুযায়ী ঘূর্নিঝড় ‘বুলবুল’  শনিবার সন্ধ্যা নাগাদ সুন্দরবন এবং খুলনা উপকূল অতিক্রম করে ভারতের পশ্চিমবঙ্গের দিকে ধাবিত হতে পারে। বাংলাদেশের উপকূলে ঘূর্নিঝড় আঘাত হানলে চট্রগ্রামে লক্ষ্মীপুরে ৯ নং বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।এ অঞ্চলেও এর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

জেলার রামগতি- কমলনগর উপজেলা দুটি মেঘনার তীরবর্তী হওয়ায় এখানে আঘাত হানতে পারে। যার কারনে এখানে প্রতিটি অঞ্চল ও এলাকায় জনগনকে তাদের জান-মাল ও পশু-পাখির বাড়তি খেয়াল রাখতে বলা হয়েছে। অনুষ্ঠিত জরুরী সভায় উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন চেয়ারম্যান এবং বেসকারী বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সিপিপি,র বিভিন্ন ইউনিটের প্রতিনিধিরা।

আরও পড়ুন

×