১০ নম্বর বিপদ সংকেত প্রত্যাহার করা হয়েছে

প্রকাশিত: 10/11/2019

নিজস্ব প্রতিবেদক

১০ নম্বর বিপদ সংকেত প্রত্যাহার করা হয়েছে

বুলবুল দূর্বল হয়ে পড়ায় ১০ নম্বর বিপদ সংকেত প্রত্যাহার করা হয়েছে। ঘূর্ণিঝড়টি এখন দূর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিয়েছে। তবে সর্তক হিসেবে  উপকূলিয়ীয় অঞ্চল গুলোতে ২ নম্বর  ও ৩ নম্বর সর্তক  সংকেত দেখিয়ে চলতে বলা হয়েছে।

আজ রবিবার আবহাওয়া অধিদপ্তর সকাল দশটায় এক সংবাদ সম্মেলনে  অধিদপ্তরের পরিচালক শামুদ্দিন আহমেদ একথা জানান। তিনি বলেন মহাবিপদ সংকেত প্রত্যাহার হলেও উপকূলীয় এলাকায় ৩ নম্বর এবং দেশের সকল নদী বন্দরকে ২ নম্বর সর্তক সংকেত দেখিয়ে চলতে বলেছেন।

 সারাদেশে এখনো লঞ্চ জাহাজ নৗকা চলাচল বন্ধ রয়েছে, সংশ্লিষ্টরা জানিয়েছেন যখন এক নম্বর সর্তক দেখনো হবো তখন লঞ্চ চলা শুরু হবে। তবে ফেরি চলাচলে কোন বাধা নাই।

আজ ভোর পাঁচ টায় বুলবুল সুন্দরবন উপকূলে প্রবেশ করে, সেখানে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৮১ কিলোমিটার। খুলনায়  বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৯৩ কিলোমিটার, পটুয়াখালীতে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১১৭ কিলোমিটার, আর বৃষ্টি হয়েছে ১৩১ মিলিমিটার।

আবহাওয়া অফিস বলছে বুলবুলের প্রভাবে আজ সারাদেশে বৃষ্টি হবে।

 

আরও পড়ুন

×