প্রকাশিত: 10/11/2019
পবিত্র ঈদে মিলাদুন্নবি (স:) আজ , বিশ্ব মানবতার মুক্তির দিশারী সর্বশ্রেষ্ট বিশ্ব নবী হযরত মুহাম্মদ স: এর জন্ম ও ওফাত দিবস। আজ থেকে সাড়ে চৌদ্দশ বছর আগে ৫৭০ খ্রিষ্টাব্দের এইদিনে মক্কা নগরীর কুরাইশ বংশে মা আমেনার কোলে জন্মগ্রহণ করে আসেন নবী হযরত মুহাম্মদ স: । জম্মের আগে বাবা আবদুল্লাহকে হারান এবং জন্মের ৬ বছর পরে মা আমেনাকে হারান নবী হযরত মুহাম্মদ স:।
বিশ্ব নবীর জন্মদিন ও ওফাত দিবস উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আজ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। প্রতি বছর ১২ই রবিউল আওয়ালকে অতীব গুরুত্বপূর্ণ দিন হিসাবে পালন করে থাকে সারা বিশ্বে মুসলিম বিশ্ব। অনেকে মিষ্টি, খাবার ও হালাল খাবার তৈরি করে বিতরন করেন।