বলিউড অভিনেত্রী সানা খান গুজরাটের মুফতিকে বিয়ে করলেন

প্রকাশিত: 22/11/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

বলিউড অভিনেত্রী সানা খান গুজরাটের মুফতিকে বিয়ে করলেন

ইসলামের আলো আলোকিত হয়ে অভিনয়ের জগতকে বিদায় জানানোর দেড় মাস পর গুজরাটের মুফতি আলেমকে বিয়ে করলেন বলিউড অভিনেত্রী সানা খান।

ভারতের টাইমস টিভি তাদের বিয়ের একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে সানাকে মুফতি আনাসের সাথে সাদা হিজাব পরে হাসতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে তাদের বিয়ের কেক কাটতে দেখা যায়।

৮ অক্টোবর সানা খান সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে বিনোদনজগৎ থেকে বিদায় নেওয়ার কথা ঘোষণা দেন।

গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে সানা বলেছিলেন, তিনি আল্লাহর পথে চলবেন এবং সারা জীবন সেবামূলক কাজ করে যাবেন। তিনি কাজের প্রতি জুরাজুরি এবং অভিনয়ের প্রস্তাব না দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

সানা এ সময় লিখেছিলেন, আমি আজ ঘোষণা করছি, আমি আজ থেকে বিনোদন জগতকে বিদায় জানাচ্ছি। আজ থেকে আমি মানবতার পক্ষে কাজ করব এবং আল্লাহর হুকুম মানবো। আমি প্রত্যেক ভাই ও বোনকে আমার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করার জন্য অনুরোধ করছি, যাতে তিনি আমাকে এই কাজে সুযোগ করে দেন। আমি আমার সমস্ত ভাইবোনদের অনুরোধ করছি আমার সাথে বিনোদনের জগতে আলোচনা না করার জন্য। ধন্যবাদ


 

আরও পড়ুন

×