প্রকাশিত: 07/04/2020
গতকাল সোমবার গণভবনে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম বলেন, রমজান মাসে সরকারি অফিস ৯ টা থেকে বিকাল ৩.৩০ মিনিট পর্যন্ত নির্ধারণ করেছে সরকার।আগের মতোই সাপ্তাহিক ছুটি থাকবে শুক্র ও শনিবার।
মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম বলেন, রোজার সময় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করেছে সরকার।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৫ বা ২৬ এপ্রিল থেকে মুসলমান ধর্মাবলম্বীদের সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে। রমজানে বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। সাপ্তাহিক ছুটি থাকবে যথারীতি শুক্র ও শনিবার।