ভাস্কর্য এবং প্রতিমা সম্পর্কে একটি ভুল ধারণা রয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

প্রকাশিত: 02/12/2020

ডে-নাইট নিউজ ডেস্ক:

ভাস্কর্য এবং প্রতিমা সম্পর্কে একটি ভুল ধারণা রয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

ভাস্কর্য এবং প্রতিমা এক নয়। নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান বলেন, এ নিয়ে একটা ভুল ধারণা রয়েছে। একই সঙ্গে তিনি এসব ইস্যুতে উস্কানিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে সকলকে আহ্বান জানান।
 
মঙ্গলবার সচিবালয়ে ধর্মীয় প্রতিবেদক ফোরামের (আরআরএফ) নেতাদের সাথে সৌজন্য সাক্ষাতকালে তিনি এই মন্তব্য করেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ভুল বোঝাবুঝি হতেই পারে। যে কোনও সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা যায়। তিনি আরও উল্লেখ করেন, ধর্মীয় নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ ও আলোচনার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা হবে।

তিনি আরও বলেন, আমরা যে ধর্মই অনুশীলন করি না কেন, আমাদের প্রত্যেককে যার যার ধর্ম পালনের সুযোগ দিতে হবে।
 

আরও পড়ুন

×