কাতার ধর্ম মন্ত্রণালয়ের সম্মাননা পেলেন বাংলাদেশি আলেম মাওলানা ইউসুফ নূর

প্রকাশিত: 22/01/2021

নিজস্ব প্রতিবেদন :

কাতার ধর্ম মন্ত্রণালয়ের সম্মাননা পেলেন বাংলাদেশি আলেম মাওলানা ইউসুফ নূর

ইসলামি শিক্ষার প্রসারে অবদান রাখায় কাতার ধর্ম মন্ত্রণালয় পক্ষ থেকে শুভেচ্ছা উপহার ও বিশেষ সম্মাননাপত্র পেয়েছেন আল নূর কালচারাল সেন্টার কাতারের নির্বাহী পরিচালক বাংলাদেশি আলেম মাওলানা ইউসুফ নূর।

কাতার ইসলামিক কালচারাল সেন্টারের দাওয়াহ বিভাগের সুপারভাইজার শাইখ শাউর আহমদ আল আজহারী মাওলানা ইউসুফ নূরের হাতে এ সম্মানাপত্র তুলে দেন।

কাতার ইসলামিক কালচারাল সেন্টারের সেক্রেটারি শাইখ মহিউদ্দিন দাইরী মাওলানা ইউসুফ নূরের প্রশংসা করে বলেন, আপনার ইসলামী ও সামাজিক তৎপরতা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আপনার কর্মতৎপরতা ছড়িয়ে পড়ুক সর্বত্র এ কামনা করি।

এ বক্তব্যের প্রতিক্রিয়ায় মাওলানা ইউসুফ নূর বলেন, কাতার ইসলামিক কালচারাল সেন্টার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। এই উপহার ও সম্মাননা আমাদের উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাকে আমৃত্যু দ্বীন ও উম্মাহর খেদমতে থাকার তাওফিক দান করেন।

আরও পড়ুন

×