শারদীয় দুর্গাপূজায় ৩দিনের সরকারী ছুটির দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত।

শারদীয় দুর্গাপূজায় ৩দিনের সরকারী ছুটির দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত।

আসন্ন শারদীয় দু‌র্গোৎস‌বে সনাতনী সম্প্রদায়ের প্রাণের দাবি এবং যৌক্তিক দাবি‌ ৩ দি‌নের সরকা‌রি ছু‌টির দা‌বি‌তে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ব‌রে সনাতনী সম্প্রদা‌য়ের বি‌ভিন্ন সংগঠ‌নের মিলিত প্ল্যাটফর্ম সনাতনী হিন্দু সমাজের ব্যানারে বিভিন্ন সনাতনী সংগঠনের কর্মী,নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, সনাতনী হিন্দু সমাজ‌ এর আহবায়ক রিপন দাশ শেখর,সংগঠক মিলন দাশগুপ্ত,আ্যাডভোকেট বিপ্লব পার্থ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তব্য রাখেন, সচেতন হিন্দু সমাজের আহ্বায়ক রিপন দাশ শেখর,রুবেল কান্তি দে,মিলন কান্তি শর্মা,আ্যডভোকেট বিপ্লব পার্থ, ইন্জিনিয়ার অমিত ধর, বিকাশ চন্দ্র দে সহ

চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশ‌নের সদ্যবিদায়ী কাউন্সিলর শৈবাল দাশ সুমন, কাউন্সিলর পদপ্রার্থী পুলক খাস্তগীর, ম‌হিলা কাউ‌ন্সিলর পদপ্রার্থী রুম‌কি সেনগুপ্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় তারা বলেন,সনাতনী সম্প্রদা‌য়ের এই আহ্বান যৌ‌ক্তিক দাবি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দ্বারপ্রা‌ন্তে পর্যন্ত পৌঁছে যাক। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রা‌ণের দা‌বি, সনাতনী সম্প্রদা‌য়ের প্রা‌ণের দা‌বি অাসন্ন শারদীয় দু‌র্গোৎসবে তিন দি‌নের সরকা‌রি ছু‌টির দা‌বির প্র‌তি অাস্থা রে‌খে সনাতনী সম্প্রদা‌য়ের প্রা‌ণের দা‌বি‌কে বাস্ত‌বে রূপ দি‌বে এবং তিন‌দি‌নের সরকা‌রি ছু‌টি‌ বাস্তবায়নে কার্যকর পদ‌ক্ষেপ গ্রহণ কর‌বেন। 

মানববন্ধন শেষে সচেতন হিন্দু সমাজের আহ্বায়ক রিপন দাশ শেখর বলেন, দাবি মানা না হলে আমরা  ৮ই অক্টোবর প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর রওনা দিব।

তিনি এই মানববন্ধনে সকলের উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুন

×