ফিলিস্তিনিদের হত্যার নির্দেশ ও কৃষ্ণাঙ্গদের বানরের সাথে তুলনাকারী ইহুদি দুবাইয়ে স্কুল উদ্বোধন 

প্রকাশিত: 21/12/2020

ডে-নাইট নিউজ:

ফিলিস্তিনিদের হত্যার নির্দেশ ও কৃষ্ণাঙ্গদের বানরের সাথে তুলনাকারী ইহুদি দুবাইয়ে স্কুল উদ্বোধন 

ইসরায়েলের বিতর্কিত প্রধান রাব্বি (ইহুদি পুরোহিত) ইৎজাক ইউসেফ, যে ফিলিস্তিনিদের হত্যার আদেশ দিয়েছিলেন। এবার তিনি দুবাই সফরে গেছেন এবং সেখানে সে একটি ইহুদি নার্সারি স্কুলের উদ্বোধন করেন।

গত সপ্তাহে সে সংযুক্ত আরব আমিরাতে সফর করেন। স্কুল উদ্বোধনের পরে তিনি সংযুক্ত আরব আমিরাতের ইহুদি সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের রাব্বি লেভি ডাচম্যানের সাথে সাক্ষাত করেন।

২০১৬ সালে ইহুদি পাদ্রিদের প্রধান বলেছিলেন, "ফিলিস্তিনি মুসলমানদের নির্বিচারে হত্যা করা ইসরায়েলের সেনাবাহিনীর ধর্মীয় দায়িত্ব।" ইহুদি ব্যতীত অন্য কোনও ধর্মের লোকেরা এই অঞ্চলে থাকতে পারবে না।

আবার ২০১৮ সালে রাব্বি ইৎজাক ইউসেফ কৃষ্ণাঙ্গ মানুষকে বানরের সঙ্গে তুলনা করে সারা বিশ্বে বিতর্কিত ইহুদি ধর্মযাজক হিসেবে পরিচিতি পান। 
 

আরও পড়ুন

×