প্রকাশিত: 27/08/2020
করোনা বিস্তাররোধে পবিত্র আশুরা উপলক্ষে এবছরের সব ধরণের তাজিয়া মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত বুধবার ডিমপি কমিশনার মুহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারির কারণে ডিএমপি এলাকার নাগরিকেদের নিরাপত্তার কারণে পবিত্র আশুরা উপলক্ষে সব ধরণের তাজিয়া, শোক, পাইক মিছিল নিষিদ্ধ করা হয়েছে। তবে ধর্মপ্রাণ মুসুল্লীগণ স্বাস্থ্যবিধি মেনে ইমাম বাড়াগুলোয় ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন। এসব অনুষ্ঠানে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি ও আঘাত করার মতো কোন বস্তু বহন নিষিদ্ধ এবং আতশবাজি ও পটকা ফোটানোও নিষিদ্ধ থাকবে।
উক্ত আদেশ পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে।