রাঙ্গুনিয়ার খীলমোগল গ্রামে পুকুরে ভেসে উঠলো কালী মুর্তি

প্রকাশিত: 25/04/2020

শ্রীকান্ত চৌধুরী

রাঙ্গুনিয়ার খীলমোগল গ্রামে পুকুরে ভেসে উঠলো কালী মুর্তি

কিছু লোক পুকুরে টর্চ লাইট দিয়ে মাছ উঠছে কিনা দেখছে ৷হঠাৎ দেখা গেল একটি সাপ মাথা উচু করে আছে আর ভিতরে দেখা যাচ্ছে একটি মুর্তি ৷রাঙ্গুনিয়ার খীলমোগল সার্বজনীন কালী মন্দিরের পশ্চিম পাশে পুকুরে ভেসে উঠলো সনাতনীয় কালী মুর্তি ৷

মঙ্গলবার (২১এপ্রিল) রাত  ১০টা নাগাদ এ মূর্তি উদ্ধার করে মন্দিরে নিয়ে আসেন।

স্থানীয়রা জানান, গতকাল  রাতে খুব জোরে বজ্রপাতের সময় মন্দিরের পাশে স্থানীয়  কয়েকজন লোক গল্প করছিলেন। এমন সময় তারা  মন্দিরের পাশে পুকুরের মাঝখানে  একটি আলো দেখতে পাই। তারপর আলোটার দিকে এগিয়ে গেলে একটি কালো পাথরের মূর্তি ভাসমান অবস্থায় দেখে। এরপর  কয়েকজন পুকুরে নেমে মূর্তিটি মন্দিরে তুলে নিয়ে আসেন।

স্থানীয়  স্বচ্ছ দাশ জানান, মুর্তিটি  তুলে এখন মন্দিরে রাখা হয়েছে।  মা কালির এ মূর্তিটি দেখার জন্য দূরদূরান্ত থেকে মানুষ আসছে পূজো করছে ৷

প্রান প্রতিষ্টা করার পরে প্রতিদিন ব্রাক্ষ্মন দ্বারা পূজা অর্চনা করা হচ্ছে ৷

Attachments area

আরও পড়ুন

×