আজ দুপুর থেকে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

প্রকাশিত: 10/11/2019

নিজস্ব প্রতিবেদন

আজ দুপুর থেকে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু

আজ দুপুর থেকে পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল শুরু


ঘূর্ণিঝড় বুলবুলের কারনে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৩ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। পরে আবহাওয়া অনুকূলে আসার পর আজ রবিবার দুপুর থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা যায় । দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে পাটুরিয়া ঘাটে যাত্রীবাহী বাসের চাপ না থাকলেও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি দেখা গেছে। এ সময় প্রায় সাড়ে তিনশতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় থাকে।

দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে শনিবার রাত ১০টা থেকে রবিবার সকাল ৯টা পর্য়ন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে সীমিত আকারে ফেরি চলাচল করলে আবহাওয়া পুনরায় খারাপ হলে দুপুর পর্যন্ত দুই ঘণ্টা ফেরি বন্ধ রাখার পর দুপুরে চালু করা হয়। এ কারণে পাটুরিয়া ঘাট এলাকায় অপক্ষেমাণ পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারির সৃষ্টি হয়। তবে যাত্রীবাহী বাসের কোনো চাপ নেই।

কর্তৃপক্ষ জানায় ,  ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে নদী উত্তাল থাকায় ২৩ ঘণ্টা লঞ্চ বন্ধ রাখা হয়। পরে আবহাওয়া অনুকূলে আসার পর রবিবার দুপুর ১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজীরহাট নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়।
 

আরও পড়ুন

×