অভিনেতা রাজীবের ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ 

প্রকাশিত: 14/11/2019

নিজস্ব প্রতিবেদক

অভিনেতা রাজীবের ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ 

বাংলাদেশের চলচিত্র জগতের এক শক্তিশালী অভিনেতা ওয়াসীমুল বারী রাজীব এর ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ । ২০০৪ সালের এই দিনে ৫২ বছর বয়সি চলচিত্র জগতের শক্তিশালী অভিনেতা ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । 

ওয়াসীমুল বারী রাজীব প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন । বর্তমান চলচ্চিত্রে অভিনেতা দের কাছে তিনি একজন আইডল । রাজীব অভিনয় জীবনের স্বীকৃতিস্বরূপ শ্রষ্ঠ চলচ্চিত্র অভিনেতা হিসেবে ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন ।

জানা গেছে রাজীব বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন । রাজীব অভিনীত চলচ্চিত্রের মধ্য রয়েছে , বাবার আদেশ ,আজকের সন্ত্রাসী ,বিক্ষোভ ,কেয়ামত থেকে কেয়ামত ,বুকের ভিতর আগুন , দাঙ্গা , সত্যের মৃত্যু নেই । 

আরও পড়ুন

×