২ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল

২ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল

২ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল

নীলফামারী ডিমলা উপজেলা ছাতনাই বালাপাড়া চাঁকদাবাশ জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে চাঁকদাসাশ ঈদগাহ মাঠ প্রাঙ্গনে দুই দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহ্ফিলের প্রথম দিন আজ । ১৭ নভেম্বর বাদ মাগরিব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব নুর ইসলাম-এর সভাপতিত্বে প্রধান অতিথ হিসেবে উপস্থিত থাকবেন ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম।

উদ্বোধনী বক্তব্য রাখবেন চাঁকদাবাশ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ হাসান আলী। এতে প্রধান মুফাস্সীর হিসেবে তাবসির পেশ করবেন মুফাস্সীরে কোরআন কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও বিভাগীয় সেক্রেটারী বাংলাদেশ জাতীয় মুফাসসীর পরিষদ, রংপুর হযরত মাওলানা মাওঃ আলহাজ্ব ফখরুল ইসলাম (হাদী),।

বিশেষ মুফাস্সীর হিসেবে তাফস্সীর পেশ করবেন পিচ্ছিল পথের অগ্রদূত প্রখ্যাত আলেমে দিন হাফেস মাওলানা আবু বক্কর সিদ্দিক আনছারী (প্রভাষক জনতা ডিগ্রী কলেজ, ডিমলা)। মাহ্ফিলটি উদ্বোধন করবেল মাওঃ হাফেজ আঃ রশিদ লেবু। ১৮ নভেম্বর একই সময় ২নং বালাপাড়া ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঁইয়া -এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আনোয়ারুল হক সরকার মিন্টু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ডিমলা শাখাসহ স্থানীয় নেতৃীবৃন্দ উক্ত মাহ্ফিলে প্রধান মুফাস্সীর হিসেবে তাবসির পেশ করবেন তরুন উদীয়মান ও মুফাসসীরে কোরআন

হযরত মাওলানা মোস্তফা মাহবুব আলম, সদস্য কোরআন রির্সোস ফাউন্ডেশন, ঢাকা ও সহকারী সেক্রেটারী, জাতীয় মুফাসসীর পরিষদ, ঢাকা মহানগর। বিশেষ মুফাস্সীর হিসেবে তাফস্সীর পেশ করবেন হযরত মাওলানা আব্দুল খালেক, নীলফামারী। তাফসীরুল কোরআন মাহফিলে পৃষ্ঠপোষকতা ও সার্বিক সহযোগীতায় সমাজ সেবক ও সাংবাদিক আতিকুল ইসলাম আতিক, ডিমলা রিপোর্টার্স ইউনিটির সহ-সাংগঠনিক সম্পাদক,ডিমলা উক্ত মাহ্ফিলে দলে দলে যোগদান করিয়া দোজাহানে কামিয়াবী হাসিল করুন।

আরও পড়ুন

×