প্রকাশিত: 19/11/2019
সাই পল্লবী আবারও ফিরিয়ে দিলেন কোটি টাকার প্রস্তাব
ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে আলোচনায় এসেছিলেন ভারতের মালায়ালমি সিনেমার নায়িকা সাই পল্লবী। এবার একটি শপিং মলের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে আবারও আলোচনায় এলেন তিনি।
জানা গেছে, একটি শপিং মলের প্রচারের জন্য পোশাকের বিজ্ঞাপনের প্রস্তাব পেয়েছিলেন সাই পল্লবী। কিন্তু বিজ্ঞাপনে কাজ করতে একদমই আগ্রহী নন এই নায়িকা। তাই এক কোটি টাকার এই প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছেন তিনি।
সাই পল্লবী প্রতিটি সিনেমায়ই তার লুক সাদামাটা রাখেন। কারন তার মেকাপ দিয়াটা একদম ভাল লাগে না । মেকআপ দিয়ে মুখের কোনো দাগ ঢাকেন না তিনি। আর তাই ফেয়ারনেস ক্রিমের বিজ্ঞাপনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে প্রশংসিত হয়েছিলেন সাই পল্লবী। সাই পল্লবী বর্তমানে তেলেগু ভাষার ‘লাভ স্টোরি’ ও ‘বিরতা পারভাম ১৯৯২’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন