প্রকাশিত: 29/11/2019
যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রাক-বড়দিন পালন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠানটি পালন করা হয় । এবারই প্রথম এই ধর্মীয় অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ে পালন করা হয়েছে। রেজিস্ট্রার প্রকৌশলী ওহিদুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।
খ্রিস্টান ধর্মালম্বী শিক্ষকদের দিকনির্দেশনা ও শিক্ষার্থীদের সহযোগিতায় প্রথমবারের মত প্রাক-বড়দিন পালিত হলো।
এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, আজকের এই প্রোগ্রাম ব্যাতিক্রমধর্মী। বাঙালির ঐতিহ্যের সাথে ধর্মীয় সংস্কৃতি মিলে আছে। প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। তিনি আরো বলেন, প্রত্যেক ধর্মে ঘোর মৌলবাদি মানুষ আছে। এরা সমাজের জন্য হুমকির৷ সারাবিশ্বে মৌলবাদীদের কারনে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে। এদের থেকে দুরে থাকতে হবে। তিনি বিভিন্ন ধর্মীয় মৌলবাদিদের কথা তুলে ধরে বলেন, নিউজিল্যান্ড, বাংলাদেশ, শ্রীলংকা সহ সারা বিশ্বে মৌলবাদিরা তৎপরতা চালাচ্ছে। এদের থেকে আমাদের সচেতন হতে হবে।
এছাড়াও তিনি আগামীতে ব্যাপক পরিসরে দিবসটি আয়োজনের জন্য সংশ্লিষ্ট দফতরকে নির্দেশনা দেন।
বিশেষ অতিথির বক্তব্যে নবনিযুক্ত ট্রেজারার ড. কামালউদ্দিন আহমেদ বলেন, যীশু এই পৃথিবীতে মানবজাতির কাছে শান্তির বার্তা নিয়ে এসেছিলেন৷ তিনি অনেক কল্যাণকর কাজ করেছেন, যা খৃষ্টান ধর্মকে প্রসারিত করতে সাহায্য করেছে। এসময় তিনি সবাইকে যিশুর আজ্ঞা পালন করার জন্য আহ্বান জানান।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন কাজী সাইফুদ্দীন, আইন অনুষদের ডিন খ্রিষ্টিন রিচার্ডসন, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস, নাট্যকলা অনুষদের প্রভাষক ক্যাথরিন পিউরিফিকেশন। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও সাধারন শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, প্রতিবছর ২৫ ডিসেম্বর যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে খ্রিষ্ট ধর্মের অনুসারীগণ 'বড়দিন' পালন করে থাকেন। এরই ধারাবাহিকতায় বড় দিনের আগে পূর্বপ্রস্তুতি হিসেবে প্রাক-বড়দিন পালন করা হয়।