যেসব অবস্থায় সালাম দেওয়া উচিত নয়।

প্রকাশিত: 13/12/2019

নিজস্ব প্রতিবেদক

যেসব অবস্থায় সালাম দেওয়া উচিত নয়।

১।   নামাযরত অবস্থায়।

২।  কোরআন তিলাওয়াতরত অবস্থায়।

৩।   কোন আলেম হাদিস পাঠদানরত অবস্থায়।

৪।    জুম্মার বা অন্য অবস্থায় খুতবা পাঠরত অবস্থায়। 

৫।   খুতবা শ্রবণকারীকেও।

৬।   ফিকাহ শাস্ত্রীয় কিতাব পরস্পরে পর্যলোচনায় সময়।

৭।   বিচার চলাকালিন সময় বিচারককে।

৮।   আজান দেওয়ার সময় মুয়াজ্জিনকে।

৯।   ইকামতরত অবস্থায়।

 ১০।   কুরআন পাঠদান অবস্থায় শিক্ষককে।

১১।   গায়রে মাহরাম যুবতি নারীেকে।

 ১২।  কোন অমুসলিমকে।

১৩।  লজ্জা অনাবৃত অবস্থায় থাকা কোন ব্যাক্তিকে।

 ১৪।  প্রসাব-পায়খানার কারী কোন ব্যাক্তিকে।

১৫।  খাওয়া-দাওয়ার সময়। 

 

আরও পড়ুন

×