প্রকাশিত: 13/12/2019
বৃটেনের জাতীয় নির্বাচনে সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রথম নারী ও টানা চারবারের নির্বাচিত পার্লামেন্ট সদস্য নির্বাচিত হওয়ায় রোশনারা আলীকে জানাই আন্তরিক অভিনন্দন , শুভেচছা ও মোবারকবাদ। জয়ের মালা ছিনিয়ে আনায় বিশ্বনাথে বয়ে যাচেছ আনন্দের বন্যা।বিশ্বনাথের রোশনারা আলী বৃটেনে ছড়াচেছন আলো। এজন্য গর্বিত বিশ্বনাথবাসী।