ডে-নাইট নিউজ কর্তৃক বিজয় দিবস উদযাপন 

প্রকাশিত: 16/12/2019

নিজস্ব প্রতিবেদক

ডে-নাইট নিউজ কর্তৃক বিজয় দিবস উদযাপন 

ডে-নাইট নিউজ কর্তৃক মহান বিজয় দিবস ও আলোচনা সভা ২০১৯  ডে-নাইজ নিউজের নিজ কার্যালয়ে কুড়িল চৌরাস্তায় অনুষ্ঠিত হয়  । বিপুল উৎসাহ উদ্দীপনা ও ভাবগাম্ভীর্য মধ্যে দিয়ে আজ ১৬ ডিসেম্বর সোমবার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় । এতে আলোচনা হয় মহান মুক্তিযুদ্ধের বিষয় ও বিভিন্ন দিক নির্দেশনা নিয়ে । এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব হাজী  বীর মুক্তিযুদ্ধা আব্দুল হাকিম ও জনাব বীর মুক্তিযুদ্ধা আব্দুল আহাদ । এই দুই মুক্তিযুদ্ধা তাদের আলোচনায় ১৯৭১ সালের যুদ্ধ কালিন বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা নিয়ে সুদীর্ঘ  সময়  ধরে আলোচনা করেন। তারা বলেন স্বাধীনতার ৪৮ বছর পর আর স্বাধীনতার ৪৮ বছর আগের বাংলাদেশ কেমন ছিল আর কেমন হয়েছে। অনুষ্ঠান শুরুতে কুরআন তেলাওয়াত, জাতীয় সংগীত , ৩০ লক্ষ শহীদদের রুহের মাগফেরাত ও জীবিত মুক্তিযুদ্ধাদের সুস্থতা ও দীর্ঘ আয়ু  কামনায় দোয়া পড়া হয়। দোয়া পরিচালনা করেন ডে-নাইট নিউজ পরিবারের সদস্য  মাওলানা  মোঃ আব্দুর রহমান। এই সময় আরো উপস্থিত ছিলেন ডে-নাইট নিউজের  সম্পাদক ও প্রকাশক সাদেকুল ইসলাম সাদিক , সহ সম্পাদক আফরোজা আসাদ কনা ,বার্তা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম । রংপুর বিভাগের বিশেষ প্রতিনিধি মো. সিরাজ, প্রতিনিধি ইয়ামিন হোসাইন , রবিউল ইসলাম বিপ্লব, কাজী তানজিলা হোসাইন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তি বর্গ ।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি-ভোজন এর আয়োজন করা হয় ।  গান পরিবেশন করেন আমিনুল ইসলাম রাজু ও মোঃ শফিকুল ইসলাম।

আরও পড়ুন

×