গ্যাসের অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা থেকে রক্ষা পেতে বাজারে এলো গ্যাস লিকেজ ডিটেক্টর!

প্রকাশিত: 15/09/2019

ডে-নাইট নিউজ

গ্যাসের অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা থেকে রক্ষা পেতে বাজারে এলো গ্যাস লিকেজ ডিটেক্টর!

 

সাম্প্রতিক সময়ে সারা দেশে অগ্নিকাণ্ডের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে । এইসব অগ্নিকাণ্ডের ঘটনাগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে , অধিকাংশই ঘটেছে গ্যাস নির্গমন থেকে । অনেক সময় বাসা- বাড়িতে অথবা কলকারখানায় সিলিন্ডার থেকে সরাসরি অথবা গ্যাসের পাইপ ফুঁটো হয়ে নিজেদের অজান্তেই গ্যাস নির্গমন হয়ে থাকে এবং পরবর্তীতে অগ্নিকাণ্ডের মতো জীবননাশক দুর্ঘটনা ঘটে থাকে । তাই এই অনাকাঙ্খিত দূর্ঘটনা থেকে আপনার প্রিয়জনদের নিরাপদে রাখতে বাংলাদেশে এই প্রথম 'নিউ টাইমস কর্পোরেশন' নিয়ে এসেছে অল্প দামে অত্যাধুনিক গ্যাস ডিটেক্টর যা যেকোনো জায়গায় গ্যাস নির্গমন হওয়ার সাথে সাথে লাল বাতি জ্বালিয়ে উচ্চ শব্দে সংকেত দিবে যার ফলে দূর্ঘটনা ঘটার পূর্বেই গ্রাহক সতর্ক হয়ে দূঘর্টনা অনায়াসেই এড়াতে পারবে । এই পণ্যটির বর্তমান বাজার মূল্য ৯০০ টাকা ।

যোগাযোগ : নিউ টাইমস কর্পোরেশন
মোবাইল নম্বর : 01303206994 ; 01754781574

আরও পড়ুন

×