মৌলভীবাজারে ঠান্ডায় ৫ জনের মৃত্যু

প্রকাশিত: 22/12/2019

নিজস্ব প্রতিবেদন

মৌলভীবাজারে ঠান্ডায় ৫ জনের মৃত্যু

কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা ও মৃদু বাতাসে গরম কাপড়ের অভাবে চা শ্রমিক, নিম্নআয়ের মানুষের বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। শৈত্যপ্রবাহের কারনে দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ ।

এরই মধ্যে মৌলভীবাজার কমলগঞ্জ উপজেলায় ঠান্ডাজনিত কারণে ৫ জনের মৃত্যু হয়েছে । প্রচন্ড ঠান্ডায় সর্দি , জ্বর , শ্বাসকষ্ঠ ও নিউমোনিয়া রোগের উপদ্রুবও বেড়ে চলেছে । 

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চা বাগানের শ্রমিক নেতা সীতারাম বীন তিনি জানান , প্রচন্ড ঠান্ডাজনিত কারনে এসব লোকের মৃত্যু হয়েছে । এসময় তিনি আরো জানান , চা শ্রমিকদের গরম কাপড়ের অভাব রয়েছে । 

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রের চিকিৎসক বিশ্বজিৎ সিংহ জানান , ঠান্ডাজনিত রোগের আক্রান্ত হয়ে হাসপাতালে ২ জন শিশু ভর্তি হয়েছে । 

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে। নিন্ম আয়ের মানুষজনদের জন্য শীতবস্ত্র বিতরণ কার্যক্রম জোরদার করা হবে।

আরও পড়ুন

×