প্রকাশিত: 23/12/2019
আন্তর্জাতিক দাতা সংস্থা আদানা শাখা এবং আদানা শহরে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করা চুকুরোভা ইন্টারন্যাশনাল স্ট্যুডেন্ট এসোশিয়েসন যৌথভাবে ওই কিরাত প্রতিযোগিতার আয়োজন করেন ।
এই কিরাত প্রতিযোগিতায় পৃথিবীর ৩০ দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন । চূড়ান্ত পর্বে ছয়টি দেশের মধ্য ছয়টি দেশকে বাছাই করা হয় । গত শনিবার গ্র্যান্ড ফিনালে তিনজানকে পুরষ্কৃত করা হয় । এর মধ্য প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশি শিক্ষার্থী হাফেজ মুগনিউল হাসান ।
উল্লেখ্য .হাফেজ মুগনিউল হাসান বাংলাদেশে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় পড়াশোনা শেষ করে তুরস্ক সরকারের বৃত্তি নিয়ে ২০১৬ সালে তুরস্কে যান ।