মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ৫.৭ ডিগ্রি

প্রকাশিত: 26/12/2019

নিজস্ব প্রতিবেদন

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়া ৫.৭ ডিগ্রি

শীতে কাঁপছে সারাদেশ, তবে দেশের উওরের জেলা পঞ্চগড়ে যেন শীতের হিমেল হাওয়া একটু বেশিই বইছে । গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়াতে এদিন তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াস । তবে আজ বৃহস্পতিবার সেখানে তাপমাত্রা আরও কমে দাঁড়িয়েছে ৫.৭ ডিগ্রি সেলসিয়াস , যা মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা । 

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম জানান, দিনের তুলনায় রাতে তাপমাত্রা বেশি কমে যাচ্ছে ।

এসময় তিনি আরো বলেন, পঞ্চগড়ে গত সাত দিনে সূর্যের মুখ দেখা যায়নি । মাঝে মাঝে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা । এমনকি দিনেও যানবাহন গুলো চলাচলের জন্য হেডলাইট ব্যবহার করছে, বাড়ছে শীতজনিত রোগ ।

পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানিয়েছেন, শীতকাতর মানুষের জন্য ইতিমধ্যে ২৮ হাজার শীতবস্ত্র প্রদান করা হয়েছে।
 

আরও পড়ুন

×