প্রকাশিত: 10/01/2020
টঙ্গীর তুরাগ নদীর তীরে ৫৫ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু আজ । এতে প্রথম বয়ান শুরু করেন পাকিস্তানের মাওলানা খুরশিদ আলম । এর আগে গতকাল বৃহস্পতিবার বাদ ফজর থেকেই শুরু হয় তালিমি বয়ান ।
সেই সাথে দেশের বৃহত্তম জুমার জামাত আজ । জুমার নামাজে ইমামতি করবেন কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা মুহম্মদ জুবায়ের আহমেদ ।
আগামী ১২ জানুয়ারি রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এরপর চারদিন বিরতি দিয়ে ১৭ জানুয়ারি শুরু হয়ে চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।