প্রকাশিত: 14/01/2020
বিশ্বনাথ উপজেলার ০২নং খাজাঞ্চী ইউনিয়নের পাহাড়পুরে মঙ্গলবার দিবাগত রাত বিশিষ্ট সমাজ সেবক, যুক্তরাজ্য ডরসেট আওয়ামীলীগ নেতা সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাষ্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি এন আহমদ সেলিমের নিজ গ্রামে ট্রাষ্টেরউদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
উক্ত ওয়াজ ও দোয়া মাহফিলে প্রবীণ মুরব্বি হাজী তেরা মিয়ার সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শায়খুল হাদিস আল্লামা নুরুল ইসলাম খাঁন সুনামগঞ্জী, শায়খুল হাদিস হয়রত মাওঃ কবির আহমদ সাহেব দেওবন্দী, শায়খুল হাদিস হয়রত মাওঃ এহতেশামুল হক ক্বাসেমী, আলহাজ্ব হযরত মাওঃ মুফতি আল-আমীন সাইফি, হযরত মাওঃ সাইফুল ইসলাম জালালাবাদী, হযরত মাওঃ মুফতি সাইফুর রহমান, হযরত মাওঃ হরমুজ আলী, হযরত মাওঃ শামসুজ্জামান সিরাজী ও স্থানীয় উলামা মাশায়েখ।