প্রকাশিত: 20/01/2020
জমিয়তে জাকেরিণের মুখ্য নির্দেশক ও ফুরফুরা শরিফের পীর এ কামেল মাদারজাদ ওলী সুলতানুল আরেফিন গাওসুল ওয়াক্ত হয়রত ন’হুজুর পীর কেবলা (রহঃ) এর পৌত্র পীরজাদা মাওলানা মোহাঃ আল্লামা জবিহহুল্লাহ সিদ্দিকী (মাদ্দাঃ) সোমবার বিকালে (২০ জানুয়ারী) এক ঝটিকা সফরে বাংলাদেশে পেীছাবেন। হযরত শাহজালাল (রহঃ) আন্তজাতিক বিমান বন্দরে পেছালে দাদা হুজুর কেবলার ভক্ত অনুরাগীরা পীরজাদাকে অভ্যর্থনা জানাবেন। বাংলাদেশ সফরকালে পীরজাদা ঢাকার ট্রপিক্যাল হাইওয়ে হোমস, ৩২/৬/ক, শাহজাদপুর প্রগতি স্মরনী গুলশানস্থ সায়াদাতিয়া খানকাহ শরীফে অবস্থান করবেন। তিনি বিভিন্ন স্থানে আয়োজিত দোয়ার মাহফিলেও শরিক হবেন।