প্রকাশিত: 27/01/2020
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলায় মাওলানা মিজানুর রহমান আযহারীর কাছে কলেমা পাঠ করে মুসলমান হওয়া সেই ১১ ভারতীয় নাগরিক দেশে ফিরে গেছেন।
আজ সোমবার দুপুরে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা ভারতে ফিরে যান। উল্লেখ্য ২৪ জানুয়ারি রাতে রামগঞ্জ উপজেলার হাজীপুর পাটোয়ারী বাড়িতে তাফসিরুল কোরআন মাহফিলে মাওলানা মিজানুর রহমান আযহারী ও মাওলানা আমির হামজার কাছে কলেমা পাঠ করে ওই ১১ জন ভারতীয় নাগরিক ইসলাম গ্রহণ করেন।
বিষয়টি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হলে পক্ষে ,বিপক্ষে সমালোচনার ঝড় ওঠে। একটি পক্ষের অভিযোগে তাদের কে আটক করে পুলিশ। বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ওসি খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।