প্রকাশিত: 13/02/2020
গত১২ ও ১৩ ফেব্রুয়ারী রোজ বুধবার ও বৃহস্পতিবার উত্তর রাঙ্গুনিয়ার ১ নং রাজানগর ইউনিয়নের শিয়ালবুক্কা গ্রামে সনাতনী ঐক্য প্রতিষ্ঠা ও বিশ্বশান্তি কামনায় ১৫ তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষ্যে মহতি ধর্মসভা সাংস্কৃতিক অনুষ্টান ও অষ্টপ্রহর ব্যাপি সার্বজনীন মহোৎসব উদযাপিত হয় !১২ ফেব্রুয়ারী রোজ বুধবার বিকাল ৪ ঘটিকায় সপ্তসুর সাংস্কৃতিক একাডেমীর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ ভক্তি সংগীতাঞ্জলী অনুষ্টিত হয় !সন্ধ্যা ৭ ঘটিকায় সপ্তসুর সাংস্কৃতিক একাডেমীর অধ্যক্ষ শ্রীকান্ত চৌধুরীর সঞ্চালনায় এবং বাবু বাবুল নাথের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং ১নং রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার !প্রধান ধর্মীয় আলোচক ও উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন জ্যোতি লোকনাথ সেবাশ্রম ইউ এই এর প্রতিষ্টাতা হাটহাজারী ফতেয়াবাদ শ্রী শ্রী ব্রক্ষ্মানন্দ যোগাশ্রম এর অধ্যক্ষ শ্রী মৎ স্বামী বিরেশ্বরানন্দ গিরি মহারাজ !বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী বিভুতি ভুষন সেন ,চৈতন্যচরন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বিবেকানন্দ সাহা ,রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক শ্রী সুবল শীল শুভ ,শ্রী গৌরাঙ্গ সম্প্রদায়ের শ্রী শ্রীবাস রায় ,পুজা উদযাপন পরিষদ সাংগঠনিক সম্পাদক প্রবীর মহাজন ,অনিল বড়ুয়া ,স্বপন সাহা ,অমুল্য সেন ,যীশু সরকার ,বিপ্লব সাহা ,প্রমুখ !ভক্তিসংগীতাঞ্জলী পরিবেশন করেন অতিথি শিল্পীদের মধ্যে ,শ্রী রাতুল বৈদ্য ,শ্রীমতি শম্পা সাহা ,শ্রী দোলন বসাক শ্রী রনি দে ,শ্রী সুজয় দাশ !!২ দিন ব্যাপী উৎসবে বিপুল ভক্তের সমাগম হয় এবং আনন্দবাজারে মহাপ্রসাদ গ্রহন করেল !