মুসলমানদের ঐক্য এখন সময়ের দাবি: মুফতি রেজাউল করিম

মুসলমানদের ঐক্য এখন সময়ের দাবি: মুফতি রেজাউল করিম

গতকাল বুধবার লক্ষীপুরস্থ কমলনগরের মুন্সিগঞ্জ বাজারে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের উদ্যোগে এক বিরাট মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত মাহফিলে ইসলামী আন্দোলনের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলাম পবিত্র ধর্ম,মুসলমানরা সম্মানিত জাতি,তারা কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না।

আজ মুসলমানরা ইসলামের আদর্শ বাদ দিয়ে মানব রচিত বিভিন্ন তন্ত্র-মন্ত্র নিয়ে ব্যস্ত। যার কারণে মুসলমানরা আজ অবহেলিত ও অবমূল্যায়িত।

দেশের ক্লান্তিলগ্নে ইসলামের প্রয়োজনে এক হওয়ার সময় এসেছে। দেশের আলেম সমাজ এক হওয়ার প্রযোজন। আজ বিজাতিরা কোরআনের কথা বলে।

কোরআনের নীতি অনুস্মরণ করলে শান্তি আসে; তারা বুজতে পেরেছে। কিন্তু মুসলমানরা আজ কোরআন থেকে দুরে সরে গেছে।

তিনি বর্তমান রাজনীতি নিয়ে মন্তব্য করে বলেন, “বর্তমান রাজনৈতিক কর্মকান্ড নিয়ে টিআইবির একটি জরীপে প্রমানিত হয়েছে বাংলাদেশের শতকরা ৯৭ভাগ এমপি দুর্নীতিবাজ। রাজনীতি এখন দুর্নীতিতে নিমজ্জিত। এ পরিস্থিতি থেকে আমাদের বের হয়ে আসতে হবে”।

বাংলাদেশ মুজাহিদ কমিটি, কমলনগর উপজেলা শাখার আয়োজনে ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ইউছুপ আলী (মিয়া ভাই)’র সভাপতিত্বে ওয়াজ মাহফিলে আরও উপস্থিত ছিলেন, মাও.হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাট), চরকাদিরা ইউপি চেয়ারম্যান মাও. খালেদ সাইফুল্লাহ, মাওলানা হেদায়েত উল্লাহ আজাদী (ঢাকা),  মুফতি শরীফুল ইসলাম  ও নোমান সিরাজী প্রমূখ

আরও পড়ুন

×