প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ ও ব্যাখ্যা।। 

প্রকাশিত: 08/03/2020

সংবাদ প্রতিবেদক।। 

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা প্রতিবাদ ও ব্যাখ্যা।। 

প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ও ব্যাখ্যা করছি, আমি মোহাম্মদ করিম (২১) কক্সবাজার সিটি কলেজের একজন নিয়মিত ছাত্র। গত কয়েকদিন আগে আমার বিরুদ্ধে বা আমি করিম এর বিরুদ্ধে, যে সংবাদের প্রথম হেডলাইনে পরিবেশন করা হয়েছে, সংবাদে বলা হয়েছে, কোটিপতি স্টাইলে জীবন-যাপন কলেজছাত্রের। আসলে আমি বুঝতে পারিনি বিষয়টা এমন ভাবে লিখার কারণ কি?  কোটিপতি স্টাইলে জীবনযাপন কলেজছাত্রের মানে কোন মানুষকে হেয় প্রতিপন্ন করা কোন মানুষ ভালোভাবে চলাফেরা করলে এতে যদি কেউ সহ্য করতে না পারে তাহলে আমার দেশের যারা বিবেকবান সমাজের ব্যক্তিবর্গ রয়েছে তাদের কাছে আমার প্রশ্ন? একজন মানুষ বা  সমাজের প্রতিটি মানুষ একটু ভালোভাবে স্বচ্ছন্দবোধ ভাবে জীবন যাপন করার জন্য চেষ্টা করে। যে যার মত করে বাঁচতে চাই। চলাফেরা করতে চাই,,এতে অন্য মানুষের সমস্যা কোথায়? এবং অন্য কোন ব্যক্তি সহ্য করতে পারবে না কেন  ? ‌আসলে আমার ফ্যামিলির মধ্যে আমি একটু সবার ছোট তাই আমাকে সবাই বেশি আদর করে। আমি মোহাম্মদ করিম আমার ব্যক্তিগত ফ্যামিলির বিষয়ে কিছু বলতে চাই। আমার পিতা আমাদের সমাজের একজন প্রতিষ্ঠিত সামাজিক ব্যক্তি হাজী মোহাম্মদ সেলিম, যিনি দীর্ঘ ১৩ বছর সৌদি আরব প্রবাসী মাথার ঘাম পায়ে ফেলে কিছু রুজি-রোজগার করেছেন তার ছেলেমেয়েদের একটু সুন্দর ভাবে পড়ালেখা করাবে এবং সমাজে মানসম্মতভাবে যেন চলাফেরা করতে পারে। আমার পিতার এই কঠিন পরিশ্রমের  জন্য, আজকে আমরা হয়তো একটু ভালো ভাবে চলাফেরা করতে পারি,আর আমার এলাকায় আমাদের একটি মুদি দোকান রয়েছে, এবং আমার ভাই ও বোন মিলে আমাদের ফ্যামিলির জন্য নিয়মিত বিদেশ থেকে টাকা পয়সা দেয় , এইজন্য  আমরা মোটামুটি কারো কাছ থেকে ধার ঋণ না করে চলতে পারি ।আমার একজন ভাই এখনো সৌদি প্রবাসে রয়েছে ,সেটি আমার এলাকার সবার অজানা নয়,, আমার একটি বোন সৌদি আরব স্বামী ও ছেলেমেয়েদের নিয়ে স্থায়ীভাবে বসবাস করে, সেটিও আমার এলাকার সবাই জানে,,,আমার বোনের স্বামী একজন সৌদি আরবের সৌদি বাসিন্দা। আমাকেও অনেকবার আমার ভাই এবং বোন   ,সৌদি আরবে যাওয়ার জন্য বলে। কিন্তু আমি বিদেশে এই মুহূর্তে যাব বলে সিদ্ধান্ত নেইনি। কারন আমার একটা উদ্দেশ্য আমি বর্তমানে কক্সবাজার সিটি কলেজের দ্বাদশ শ্রেণীতে পড়ালেখা করি ,,ভবিষ্যতে মাস্টার্স অনার্স ডিগ্রী শেষ করে আমার দেশের।  একটি সরকারি চাকরি করে দেশের সাধারণ জনগণের সেবা করবো, বলে আশা করছি ।  আমার জন্য যে সংবাদ পরিবেশন করা হয়েছে সেখানে আরও বলা হয়েছে। রাত যাপন ও আড্ডা তারকা হোটেলে, দামি বাইক ও প্রাইভেট কারে চলাফেরা, লাখ টাকার উপরে মোবাইল ব্যবহার, জন্মদিনে প্রায় খরচ চার লাখ, জীবন-যাপনে অবাক সহপাঠীরা, উপরে উল্লেখিত যে কথাগুলো আমার জন্য লেখা হয়েছে আমি মনে করতে পারছি না। কোন মানুষকে সমাজে হেয় প্রতিপন্ন ও বিভ্রান্তি করার জন্য।উপরে উল্লেখিত কথাগুলো যথেষ্ট নয়।। প্রতিটি মানুষ সমাজে অন্যায় অপরাধ অসামাজিক কোন কিছু না করে ভালোভাবে বেঁচে থাকার জন্য চেষ্টা করা এটাই স্বাভাবিক । এখানে আসলে আমার ভুল এবং অপরাধ কোথায়, আমি বুঝতে পারছি না ,,আমার জীবনে আমি ভালো কোন তারকা হোটেলে রাতযাপন করিনি, দামি বাইক ও প্রাইভেট কারের কথা যদি বলি আমার কোনো দামি বাইক ও প্রাইভেট কার নেই এবং ছিলনা, আর আমি ছোট মানুষ এত টাকা কোথায় পাব, জন্মদিনে আমি আমার মনে হয় ২০-৩০ হাজার টাকার উপরে খরচ হয়েছে কিনা আমার মনে নেই, জীবন-যাপনে অবাক সহপাঠীরা সে কথার উত্তর আমার কাছে এই  মুহূর্তে নেই ? ‌‌‌আমার জীবন যাপন আমি কিভাবে করি আমার সহপাঠীরা ভালো মন্দ তো অবশ্যই দেখবে , কিন্তু আমি কারো কাছ থেকে ১০০-৫০০ টাকা ঋণ নিয়ে চলাফেরা করি না। আমার বাবা ও ভাই বোনের দেওয়া সামান্য যে হাত খরচের টাকা পায়,,, সেটি আসলে আমি নিয়মিত খরচ করি এবং আমার কলেজের সহপাঠীদের চা-নাস্তার বিল দিয়ে থাকি। কারন  আমার সহপাঠীদের কিছু খাওয়া-দাওয়া সহ কিছু দিতে পারলে আমার কাছে  খুবই ভালো লাগে। আমার গ্রামে আমার ভালো লাগে না,, তাই  আমি কক্সবাজার শহরে পড়ালেখা করি ।আর এমনিতে ও আমার শহরে চলাফেরা করতে ভালো লাগে,,  আসল কথা হচ্ছে আমার পিতা হাজী মোহাম্মদ সেলিম , মানে আমার পরিবারের সাথে এলাকার কিছু কুচক্রী মহল ,ও  অসৎ মানুষের বদ নজর পড়েছে আমাদের পরিবারের উপর ,, তারা সব সময় চাইতেছে আমাদের জমি জামা সম্পত্তি ভোগ দখল করে লুটপাট করে আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য, আমার ফ্যামিলির জায়গা-জমি ভোগ দখল  করার জন্য, এবং আমার একটু ছোট থেকে অভ্যাস সুন্দর ও স্বচ্ছন্দবোধ ভাবে চলাফেরা করার,, সেটি অনেকেই সহ্য করতে পারছে না।  আমাদের সমাজের  খারাপ চরিত্রের লোকজন রয়েছে তারা  ,অন্য কোন লোকের কোন ভালো সুখ-শান্তি কোন মতেই  সহ্য করতে পারেনা। তারাই সাংবাদিকদেরকে আবোলতাবোল ভুল তথ্য দিয়ে সাধারন আমার মত নিরীহ কলেজ ছাত্রদের কে মান ক্ষুন্ন ,ও।  হয়রানি করার চেষ্টা করে। নাম প্রকাশে অনিচ্ছুক আমার কাছ থেকে অনেকে আমি বড়লোকের ছেলে বলে  আমার কাছে চাইলেই পাবে মনে করে টাকা চাইছিল, আর আমার কাছে নাই এবং আমি দিতে পারব না বলে অস্বীকারও করছিলাম ,,  এরপরে  আমাকে অপহরণ করলে আমার কাছ থেকে লাখ লাখ টাকা পাওয়া যাবে আশা করে, আমাকে অজ্ঞাত নাম্বার থেকে অনেকবার চাঁদা দাবি করছিল, আর আমি কোন ধরনের টাকা পয়সা দিব না এবং দিতে পারব না আর আমার কাছে টাকা নাই , বলছিলাম  এমনি  তে  ও টাকা নেই  আমি কাউকে ১০০০ টাকা মত ধার দেওয়ার মত আমার কাছে সমর্থন নেই, আমার ফ্যামিলির কাছ থেকে আমি যা পায় সেটি দিয়া আমার কলেজের হাত খরচ চালাই মাত্র, আর যদি সামান্য কিছু থাকলে সহপাঠীদের নিয়ে একসাথে খরচ করি ,আমার একমাত্র এবং আমার এটাই  অপরাধ , আমি মোহাম্মদ করিম আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করছি যারা মানুষকে বিভ্রান্তি করার জন্য উঠেপড়ে লেগে আছে,, তাদের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনি আইনশৃঙ্খলা বাহিনীর কে অর্ডার করুন। আমি নিজেও আমার দেশের উর্দ্ধতন কর্তৃপক্ষ এবং  আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বলতে চাই,, যারা সমাজের নিরীহ মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে হয়রানি করার চেষ্টা করে কিছু স্বার্থ আদায় করার জন্য   , তাদেরকে আপনারা চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসুন।। আমি আরও বলতে চাই আমার ব্যাপারে উপরে উল্লেখিত যে বাজে সংবাদ পরিবেশন করা হয়েছে সেটি অত্যন্ত জঘন্যতম ও এবং নগণ্য কাজ ,,সেটি একমাত্র আমি  ও  আমার ফ্যামিলি ও আমার কাছ থেকে কিছু স্বার্থ আদায় করার জন্য ,অসৎ প্রকৃতির লোকেরা  এসব চালিয়ে যাচ্ছে। আমি উক্ত সংবাদ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং দেশের প্রশাসনকে এ সমস্ত মিথ্যা বানোয়াট সংবাদের ব্যাপারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আমি সর্বশেষ বলতে চাই আমি কোন ধরনের অনৈতিক অপরাধ জনিত সমাজবিরোধী রাষ্ট্রবিরোধী ও দেশবিরোধী কোন প্রকার অবৈধ উপার্জন করি নাই এবং করতেছি না। আমি শুধু মা-বাবা ভাই-বোনের দেওয়া সামান্য টাকা-পয়সা সহপাঠীদের মিলে খরচ করি এবং নিয়মিত পড়ালেখা করি ,খারাপ কাজে লিপ্ত  আমি কখনোই ছিলাম না। বর্তমানেও নেই,ইনশাআল্লাহ আগামীতেও থাকবো না বলে আমি আমার দেশের জনগণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলতে চাই। এবং আমি কোন অসামাজিক কার্যকলাপে যদি লিপ্ত আছি কোন ধরনের প্রমাণ কেউ দিতে পারে, আমি দেশের চলমান আইনের কাছে শ্রদ্ধার সহিত বলবো , আইন যা ভাল মনে করবে আমি তা মাথা পেতে নেব। আর যারা আমার ব্যাপারে অহেতুক সংবাদ পরিবেশনে লিপ্ত  তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার অনুরোধ থাকবে। আর আমার দেশের সমাজের ভিবেকবান,, সাংবাদিক ভাইদের প্রতি আমার আকুল আবেদন থাকবে,, কোন মানুষের মিথ্যা কথায় কান না দিয়ে সত্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য ,,যাতে করে যেন কোন নিরীহ সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়।।প্রতিবাদকারী। মোহাম্মদ করিম । পিতা হাজী মোহাম্মদ সেলিম। ঠিকানা জাদিমুরা ব্রিটিশ পাড়া ,  ন্হীলা টেকনাফ,, কক্সবাজার।

আরও পড়ুন

×