প্রকাশিত: 27/09/2019
আজ ২৮ সেপ্টেম্বর শনিবার, তৃণমূল এনডিএম- এর (তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন) ২য় প্রতিষ্ঠাবার্ষিকী। মুক্তিযুদ্ধের চেতনায় গণমানুষের অধিকার আদায়ের লক্ষে এই দিনে গণমানুষের নেতা খোকন চৌধুরী এই দলটি প্রতিষ্ঠা করেন। দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের (৩য় তলায়) আব্দুস সালাম হলে আয়োজন করা হয়েছে “সমৃদ্ধির বাংলাদেশ এবং একজন শেখ হাসিনা” শীর্ষক এক আলোচনা সভার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বায়ান্নর কিংবদন্তী ভাষা সৈনিক মোঃ রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের সভাপতি শ্রী সাধন তালুকদার, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, বাংলাদেশ এডিটরস ফোরামের সাধারন সম্পাদক ও দৈনিক নোয়াখালী প্রতিদিনের সম্পাদক মোঃ রফিকুল আনোয়ার, আ’লীগ কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম, বঙ্গবন্ধু পেশাজীবি ফোরামের কেন্দ্রীয় সভাপতি তোফাজ্জল হোসেন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য আনোয়ার হোসেন, কলকাতার সাপ্তাহিক মুক্তিযোদ্ধা পত্রিকার সম্পাদক শ্রী গৌতম ঘোষ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডাঃ এস কে রায় সহ সংগঠনের স্থায়ী কমিটি সদস্য ভাইস চেয়ারম্যান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্ভোধন করবেন ড. ওয়াজেদ মিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান মাসুদ, সভাপতিত্ব করবেন তৃণমূল এনডিএম- এর চেয়ারম্যান খোকন চৌধুরী। তৃণমূল এনডিএম- এর ভারপ্রাপ্ত মহাসচিব নুরুল ইসলাম চৌধুরী সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।