ল²ীপুরে আগামীকাল থেকে খোলা মাঠে চালু হচ্ছে পানের বাজার

প্রকাশিত: 26/04/2020

আব্দুল মালেক নিরব

ল²ীপুরে আগামীকাল থেকে খোলা মাঠে চালু হচ্ছে পানের বাজার

আব্দুল মালেক নিরব: করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতিতে কৃষি পণ্য হিসাবে পানের চাষ অব্যাহত রাখতে আগামীকাল থেকে সামাজিক দ‚রত্ব বজায় রেখে আবার চালু হচ্ছে জেলার রায়পুর উপজেলার পানের বাজার গুলো । বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর উপজেলা নির্বাহী র্কমর্কতা সাবরীন চৌধুরী । হায়দারগঞ্জ এর পান বাজারটি রচিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের মাঠে, ক্যাম্পের হাটের পান বাজারটি কেওড়াডগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এবং পৌরসভার আওতাধীন এলাকার পান বাজারটি আশ্রাফগঞ্জ বাজার (রায়পুর নতুন বাজার), পুকুর পাড়ে সাময়িকভাবে স্থানান্তরের কথাও জানান তিনি। নিজেদের নিরাপত্তার স্বার্থে ব্যবসায়ী, ক্রেতা, বিক্রেতা সবাইকে এই সিদ্ধান্ত মেনে চলার জন্য বলা হয়। একই সাথে সংশ্লিষ্ট (কৃষি) দপ্তরকে বিষয়টি মনিটরিং করার জন্যও অনুরোধ হয়। কৃষি অফিস ও স্থানীয় সূত্রে জানা যায়, এই জেলায় বছরে প্রায় ৫৫-৬০ কোটি টাকার পান পাতার উৎপাদন হয়। এতে প্রায় কয়েক হাজার পরিবার জড়িত রয়েছে। কিন্তু সাম্প্রতিক করোনা ভাইরাসের কারনে সারা দেশ লকডাউন থাকায় এসব কৃষক’রা বাজারে পান পাতা বিক্রয় করতে পারছিলেন না । এতে পান চাষীরা পানের বিক্রয় নিয়ে বিপাকে পড়ে। বিষয়টি বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তার এই উদ্ব্যোগকে তারা স্বাগত জানায়।

 

আরও পড়ুন

×