ডিমলায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে হাত ধোয়ার বেসিন উদ্বোধন

প্রকাশিত: 14/05/2020

জাহাঙ্গীর রেজা,

ডিমলায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে হাত ধোয়ার বেসিন উদ্বোধন

জাহাঙ্গীর রেজা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারী জেলার ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে নোভেল করোনা ভাইরাস কোভিড-১৯ সংক্রমন প্রতিরোধে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে স্থায়ী হাত ধোয়ার বেসিনের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেসিনের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: সারোয়ার আলম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: নিরঞ্জন কুমার রায়, মেডিকেল অফিসার ডা: আশিকুর রহমান, ডেন্টাল সার্জন ডা: শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান বিদ জহুরুল হক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক আক্বর আলী, স্বাস্থ্য সহকারী আবু বক্কর সিদ্দিক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগেরে উপ-সহকারী প্রকৌশলী মিঠুন কুমার রায় প্রমূখ। উল্লেখ্য যে হাত ধোয়া বেসিনে সার্ক্ষনিক সাবান সরবরাহের কাজে নিয়জিত থাকবেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগেরে মেকানিক ইয়াকুব আলী পিন্টু।

আরও পড়ুন

×