প্রকাশিত: 16/05/2020
সখীপুর উপজেলায় সাংবাদিকতায় এক অনন্য নাম সাইফুল ইসলাম সানি এম.এস.এস। যিনি সখীপুর বাসীর সকলের প্রিয় একজন মানুষ। মাটি ও মানুষের পরম বন্ধু তিনি। সমাজ, সংস্কৃতি ও আমজনতার সেবক হিসেবে তাঁর তুলনা নেই। তিনি শহর, বন্দর, গ্রাম, পাড়া ও মহল্লার সত্য ও নিরপেক্ষ খবরগুলো তুলে ধরনে তাঁর কলমের মাধ্যমে। তাঁর সৃজনশীল লেখনী শক্তির কারনে পাঠক মহলে ব্যাপক সমাদৃত। বর্তমানে তিনি দৈনিক বাংলাদেশের খবর এর সখীপুর উপজেলা প্রতিনিধি এবং সখীপুর বার্তা'র বার্তা সম্পাদক। তিনি সখীপুর উপজেলা প্রেসক্লাবের নির্বাচিত সিঃ জয়েন্ট সেক্রেটারী।পূর্বে যে সকল সংবাদ মাধ্যমে ছিলেন সেগুলো হলো, দৈনিক মানব জমিন,আমাদের সময় ডট কম,দৈনিক আমাদের অর্থনীতি ইত্যাদি। আমি গুনী এই কলম সৈনিকের দীর্ঘায়ু জীবন কামনা করি
লেখক; সাদিকুর রহমান বিপ্লব বি.এস.এস
বিশেষ প্রতিনিধি, ডে নাইট নিউজ এ্যান্ড টিভি