ঘূর্ণিঝড় আম্পান : শতাব্দীর অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়

প্রকাশিত: 21/05/2020

নিজেস্ব প্রতিবেদন

ঘূর্ণিঝড় আম্পান : শতাব্দীর অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়

দেশে এমন এক সময় সুপার সাইক্লোন আম্পান আঘাত হেনেছে, যখন বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনা সামলাতে হিমশিম  খেতে হচ্ছে আমাদের। তারপরও জীবন চলমান, সবকিছু মোকাবেলা করেই মানুষকে এগিয়ে যেতে হয়।

ঘূর্ণিঝড় আম্পান সম্পর্কে বলা হচ্ছিল, এটি শতাব্দীর অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়, যার ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বেশি হবে বলে সতর্ক করা হয়েছিল বিশেষজ্ঞদের পক্ষ থেকে। এ নিউজ লেখা পর্যন্ত দেশে আম্পানের আঘাতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা স্পষ্ট নয়।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম সতর্কতামূলক পদক্ষেপ থেকে। মানুষ ও গবাদিপশুকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া, তাদের মধ্যে সচেতনতা তৈরি এবং কেউ যেতে না চাইলে তাকে আশ্রয়কেন্দ্রে যেতে বাধ্য করার মধ্য দিয়ে মানুষ ও পশুর প্রাণহানি অনেকটাই কমিয়ে আনা সম্ভব হচ্ছে।

আমরা আশা করব, করোনা মোকাবেলায় বিপুল পরিমাণ অর্থের প্রণোদনা ঘোষণা করে কিছুটা চাপে থাকলেও ঘূর্ণিঝড়-পরবর্তী পুনর্বাসনেও মনোযোগ দেবে সরকার।

আরও পড়ুন

×