বিশ্বনাথের ২ প্রবাসী ভাইবোন চিকিৎসা ও ইজ্ঞিনিয়ারিং এ উচচতর ডিগ্রী অর্জন

প্রকাশিত: 31/05/2020

মিজানুর রহমান মিজান,

বিশ্বনাথের ২ প্রবাসী ভাইবোন চিকিৎসা ও ইজ্ঞিনিয়ারিং এ উচচতর ডিগ্রী অর্জন

মিজানুর রহমান মিজান, সিলেট(বিশ্বনাথ) থেকে: প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ একটি আলোকিত উপজেলা। পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্বনাথের মানুষ প্রবাসী নামে আখ্যায়িত হয়ে আলো ছড়াচেছন। তারই ধারাবাহিকতায় আমেরিকায় বসবাসকারি বিশ্বনাথের ২ প্রবাসী ভাইবোন চিকিৎসা ও ইজ্ঞিনিয়ারিং এ উচচতর ডিগ্রী অর্জন করে চমক সৃষ্টি করেছেন, করেছেন বিশ্বনাথবাসীকে গর্বিত।বিশ্বনাথ উপজেলার কারিকোনা গ্রামের প্রাক্তন ফুটবল খেলোয়াড় আব্দুল কাদির রানু ও মা সুলতানা চৌধুরী দম্পতির তিন সন্তানের মধ্যে বোন আয়শা বাবা মায়ের প্রথম সন্তান, যিনি ডা: আয়শা সুলতানা চিকিৎসক হয়েছেন। এক মাত্র ভাই ইব্রাহিম বাবা মায়ের দ্বিতীয় সন্তান, যিনি ইঞ্জিনিয়ারিং এ উচচতর ডিগ্রি অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।গত ২০ মে ডা: আয়শা সুলতানা “সানি ডাউনস্টেট কলেজ অফ মেডিসিন” থেকে চিকিৎসা শাস্ত্রের উপর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে সে কর্ণওয়েল ইউনিভার্সিটি হাসপাতালে মেডিসিনের চিকিৎসক হিসাবে কর্মজীবন শুরু করেন। একই দিনে ভাই মোহাম্মদ ইব্রাহিম “কলম্বিয়া ইউনিভার্সিটি”থেকে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসাবে ডিগ্রি অর্জন করে।বর্তমানে সে পৃথিবীর বিখ্যাত এ্যামাজন কোম্পানীতে সফটওয়ার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছে। আমেরিকার নিউইয়র্কে পিতা মাতার সাথে স্থায়ী ভাবে বসবাস করছে। 

 
 

আরও পড়ুন

×