জাফরুল্লাহ চৌধুরী স্ত্রী পর ছেলে বারিশ চৌধুরী করোনা আক্রান্ত

প্রকাশিত: 01/06/2020

নিজস্ব প্রতিবেদন :

জাফরুল্লাহ চৌধুরী স্ত্রী পর ছেলে বারিশ চৌধুরী করোনা আক্রান্ত

বৈশ্বিক মহামারি প্রাণঘাতী করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরীন হকের পর তার ছেলে বারিশ চৌধুরীও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে ধানমন্ডির নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

করোনা আক্রান্ত ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিষয়ে জাহাঙ্গীর আলম মিন্টু বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। হাসপাতালে চিকিৎসা চলছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা চিকিৎসায় ওষুধের দাম ক্রয়সীমার মধ্যে আনার এবং সারা দেশে প্লাজমা ব্যাংক তৈরির জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন। 

তিনি বলেছেন, করোনা চিকিৎসায় দেশে ওষুধের যে চড়া দাম, তাতে গরিব মানুষের পক্ষে চিকিৎসা নেওয়া সম্ভব হচ্ছে না। তাই তিনি সরকারকে দ্রুত করোনায় চিকিৎসার জন্য ওষুধের দাম ক্রয়সীমার মধ্যে রাখার আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন

×