আলোর মাঝে কালো সেবা

প্রকাশিত: 07/06/2020

মো. মনির

আলোর মাঝে কালো সেবা

গোলাপ কখনো গাদার সৌরভি বিলায়না, প্রতিটি প্রতিষ্ঠানিক প্রতিষ্ঠানেই বিধি বিধান লিপিবদ্ধ আছে, মানব সেবাই। তবুও অনিয়মের কিছুনা কিছু গল্প কথার বহি:প্রকাশ ঘটে যায়।

আর প্রতিফলের ভোক্ত ভোগী হন সাধারণ জনগণ। যাদের ওপর ভিত্তি করে সত্যের দোহায়ের উপনীত হয়। আজকের মানব সেবা কালো গগনে উড়ে বেড়ায়।

কিশোরগঞ্জ ভৈরব শিমুলকান্দি বিদ্যুৎ অফিসে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে এসেছে। গ্রাহক সেবা থেকে গ্রাহক গণ বঞ্চিত বললেই চলে। সঠিক সময়ে সঠিক সেবা পাচ্ছেনা।

অফিসে এসে অসমাধার অবস্থাতেই ফিরে যান। এ অফিসে কোন টেকনিক্যাল ষ্টাফকে দেখা যায়না। যার ফলে এলাকায় ঘটেছে বিদ্যুৎ দূর্ঘটনা ও লোডশেডিং এর মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

এর ফলে জনগনের মধ্যে তীব্র উত্তেজনা । এলাকার গণ্যমাণ্য ব্যক্তিরা আসলে অফিসে কোন কর্মকর্তা ও কর্মচারী পাওয়া যায়নি

আরও পড়ুন

×