ফুলবাড়ীতে ৫৪ মন্ড পে দুর্গাপূজার প্রস্তুতি

 ফুলবাড়ীতে ৫৪ মন্ড পে দুর্গাপূজার প্রস্তুতি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় এ বছর ৫৪টি ম-পে দুর্গাপূজার ব্যাপক প্রস্তুতি চলছে। আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে সনাতন ধর্মাবলম্ববীদের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গোৎসব।
উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আহবায়ক অধ্যাপক বাবু চিত্ত রঞ্জন দাস ও সদস্য সচিব ধীমান চন্দ্র সাহা বলেন, গতবারের চেয়ে এ বছর উপজেলায় দুটি ম-পে পূজো কম হচ্ছে। এবার মোট ৫৪টি ম-পে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এরমধ্যে পৌর এলাকায় ১৪টি, ১নং এলুয়াড়ী ইউনিয়নে ৩টি, ২নং আলাদীপুর ইউনিয়নে ৪টি, ৩নং কাজিহাল ইউনিয়নে ৩টি, ৪নং বেতদিঘী ইউনিয়নে ২টি, ৫নং খয়েরবাড়ী ইউনিয়নে ৯টি, ৬নং দৌলতপুর ইউনিয়নে ৪টি, ৭নং শিবনগর ইউনিয়নে ১৫টি ম-পে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তবে ৭ নং শিবনগর ইউনিয়নে গতবছর ১৭টি হলেও এবছর মন্দির সংস্কারের কারণে দুটি ম-পে পূজা হচ্ছে না। পূজা মাত্র আর কয়েকদিন বাকি তাই এখন ম-পে ম-পে চলছে প্রতিমা তৈরী ও প্যান্ডেল সাজানোর কাজ।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, উপজেলার  পৌর এলাকাসহ সাতটি ইউনিয়নে মোট ৫৪টি মন্ডপে দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি নিয়েছেন আয়োজকরা। মন্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মন্ডপে পুলিশ, আনসার, ভিডিপি সদস্য মোতায়েন থাকবে। পুলিশের একাধিক ভ্রাম্যমান দলও মন্ডপগুলোতে টহল দিবেন। প্রতিটি মন্ডপেই আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবী দলও পুলিশের সাথে কাজ করবেন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, এ বছর উপজেলায় মোট ৫৪টি ম-পে শারদীয়া দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। প্রতিটি ম-পে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাসহ প্রশাসন থেকে সার্বিক সহায়তা করা হচ্ছে। পূর্বের মতোই এবারও অত্যন্ত আনন্দ-উৎসবমূখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালন করবেন হিন্দু সম্প্রদায়ের মানুষরা। 

আরও পড়ুন

×