স্বাস্থ্যবিধি ভঙ্গ ও বাড়তি ভাড়া নিলে বাসের নিবন্ধন ও পারমিট বাতিল

প্রকাশিত: 10/06/2020

নিজস্ব প্রতিবেদন :

স্বাস্থ্যবিধি ভঙ্গ ও বাড়তি ভাড়া নিলে বাসের নিবন্ধন ও পারমিট বাতিল

কোভিড-১৯ পরিস্থিতিতে বিভিন্ন গণপরিবহন অতিরিক্ত ভাড়া আদায় করছে এবং স্বাস্থ্যবিধি মানছে না বলে অভিযোগ উঠেছে।

এ অবস্থায় স্বাস্থ্যবিধি না মানলে এবং অতিরিক্ত ভাড়া আদায় করলে বাসের রেজিস্ট্রেশন ও রুট পারমিট বাতিলের নির্দেশ দিয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ নির্দেশনা দিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে চিঠি পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার এক সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়া যারা আদায় করে তারা জনগণের কাছে গণদুশমন হিসেবে চিহ্নিত হবে।

গত ১ জুন থেকে দেশে চালু হয়েছে গণপরিবহন। সাধারণ ছুটি শেষে নানা বিষয় বিবেচনা করে অস্থায়ীভাবে ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয় গণপরিবহনে।

কিন্তু বিভিন্ন রুটে বাড়তি ভাড়া নেওয়ার সঙ্গে সঙ্গে কোনো কোনো ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না বলেও অভিযোগ এসেছে।

আরও পড়ুন

×