বিবাহ এখন কোন পথে ?

প্রকাশিত: 21/06/2020

মো. জামাল হোসেন

বিবাহ এখন কোন পথে ?

বিবাহ একটি সামাজিক প্রথা ও ধর্মীয় রীতিনীতি। ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিষ্টান ধর্ম, ইহুদি ধর্ম সহ সকল ধর্মে বিবাহ প্রথা বিদ্যমান।

বিবাহ প্রথার মাধ্যমে হালাল ভাবে মানব সমাজে বংশধর  টিকে থাকে। বিবাহ মানে দুটি মনের মিলন বিবাহ মানে আনন্দ, বিবাহ মানে অনেক লোকের সমাগম,  বিবাহ মানে আত্মীয় স্বজনের মিলনমেলা ইত্যাদি।

বিয়ে অনেক প্রকার হয়ে থাকে যেমন লাভ ম্যারেজ, সোসাল ম্যারেজ, কোর্ট ম্যারেজ ইত্যাদি।ইসলামধর্মে ১-৪ টা বিয়ের কথা বলা আছে।

অনান্য ধর্মে সাধারণত একটি বিয়ে করে থাকে। বিয়ে কখনও বাঁধা মানে না।করনা ভাইরাস  সংক্রমণের মধ্যে ও বিয়ে হয়েছে অনেকের। 

কার, বাস এমনকি সাইকেল চড়েও বিয়ে হয়েছে করনা ভাইরাস সংক্রমণের চলাকালে। অনেকগুলো বিয়ে মধ্যে সোসাল ম্যারেজ উত্তম। 

সোসাল ম্যারেজ মাধ্যমে বিয়ে করলে সামাজিক বন্ধন দৃঢ় হয়।ফলে সমাজে পারস্পারিক ভালবাসা,  আত্মার বন্ধন শক্তিশালী হয়। সমাজেে ও পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পায়।             

আরও পড়ুন

×