বিবাহ এখন কোন পথে ???

প্রকাশিত: 23/06/2020

জামাল হোসাইন

বিবাহ এখন কোন পথে ???

শুভ বিবাহ মানে সাধারণত দু টি আত্মার মিলন , দু টি মনের মিলন । বৈধভাবে দুনিয়াতে মানব বংশ বিস্তার করার মাধ্যম হল বিবাহ । ইসলাম ধর্ম , হিন্দু ধর্ম , খ্রিস্টান
ধর্ম , বৌদ্ধ ধর্ম ইত্যাদি সহ অন্যান্য ধর্মে বিবাহের মাধ্যমে বংশ বিস্তারের কথা বলা
হয়েছে । বিবাহ মানে পারস্পারিক সামাজিক বন্ধন , বিবাহ মানে অনেক লোকের সমাবেশ । বিবাহ হল আত্মীয় স্বজনের মিলনমেলা । বিবাহের মাধ্যমে আনন্দ ফু র্তি উপভোগ করা যায় ।
বাংলাদেশ সহ সারা বিশ্বে অনেক ধরণের বিবাহ প্রথা প্রচলিত আছে । যেমন লাভ
ম্যারেজ , সোসাল ম্যারেজ , মোবাইল ম্যারেজ , কোর্ট ম্যারেজ প্রভৃতি ছাড়াও অন্যান্য বিবাহ প্রথা বিদ্যমান রয়েছে। এসকল বিবাহ প্রথার মধ্যে সোসাল ম্যারেজ চিরকালীন গ্রহণ যোগ্য প্রথা । এ প্রথার মাধ্যমে বিবাহ হলে স্থায়ী , দৃঢ়  ও শক্তিশালী হয়
। বাংলাদেশে ছেলেমেয়েরা এমন কিছু বিয়ে শাদী করে যা দর্শন  পরিবারের অভিভাবক  জানতে পারেনা। পরে এ বিয়ে নিয়ে দ্ব›দ্ব তৈরি হয় । পারিবারিক কলহ দেখা দেয় , সংঘর্ষ , এমনকি খুনও হতে দেখা যায় । ফেসবুক আসাতে বিভিন্ন ঘটকের আয় কমে গেছে ।
ফেসবু কের মাধ্যমে ছেলেমেয়েরা নিজেরাই পছন্দের কাজটি করে থাকে যার ফলে পাত্র/পাত্রী
খোজার ঘটকের প্র য়োজন পরেনা । পাত্র/পাত্রী খোজার ব্যাপারে ফেসবু ক দিন দিন
জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে । যে বিয়েতে যৌতুক দাবি করে সে বিয়েতে শান্তি থাকে না , পারিবারিক কলহ লেগেইে থাকে । ইসলাম ধর্মে যৌতুক দাবি করা সম্পূর্ণ হারাম ঘোষণা করা হয়েছে কিন্তু হিন্দু ধর্মে তার উল্টা চিত্র দেখা যায় । তারা বিয়ের সময় পাত্র
পক্ষ কন্যা পক্ষের কাছে মোটা অংকের পণ আদায় করে থাকে যা বলার অপেক্ষা রাখে না

আরও পড়ুন

×